পুলিশি অপদার্থতার নজিরবিহীন উদাহরণ
পুলিশি অপদার্থতার নজিরবিহীন উদাহরণ পুলিশি অপদার্থতার নজিরবিহীন উদাহরণ আরো আরেকবার নজরে পড়লো মদনপুর কল্যানী বাইপাস রোডে।
WB 96Q 6333 নম্বরের একটি চার চাকা যেটি মদনপুর কল্যানী বাইপাস দিয়ে যাচ্ছিল, 42 নম্বর রেলগেটের কাছে চালক তথা মালিকের অগোচরে শুধুমাত্র নম্বর প্লেটের ছবি তুলে কেস দেওয়া হয় বিনা হেলমেটে বাইক চালানোর!!
অর্থাৎ পশ্চিমবঙ্গের রাস্তায় বৈধ নথিপত্র নিয়ে গাড়ি চালানোর পরও আপনি সম্মুখীন হতে পারেন অকারণ ফাইনের। গাড়ির মালিক এই ঘটনায় স্তম্ভিত ও সংগত কারণেই পুলিশি হেনস্থা এড়াতে নিজের নাম গোপন রেখেছেন।
বেশ কিছুদিন ধরেই এরকম বিভিন্ন অভিযোগ পুলিশের বিরুদ্ধে উঠেছে যে, ট্রাফিক পুলিশের একাংশ নিজেদের কর্ম প্রতিষ্ঠা প্রমাণ করতে রাস্তায় চলমান গাড়ির নম্বর প্লেটের ছবি তুলে রাখে নিজের মোবাইলে এবং পরবর্তীকালে প্রয়োজনমত কেস চাপিয়ে দেন। তবে চারচাকায় হেলমেট না পড়ার জন্য ফাইন রাজ্যে এই প্রথম। এই বিষয়ে কল্যানী থানায় যোগাযোগ করা হলেও কোনো ভারপ্রাপ্ত আধিকারিক প্রতিক্রিয়া দেননি। বরং যথাসময়ে ফাইন জমা করার নিদান দিয়েছেন।

